গাজায় যুদ্ধের দ্বিতীয় পর্যায় শুরু করা হয়েছে: নেতানিয়াহু

গাজা উপত্যকায় ইসারায়েল তাদের যুদ্ধের ‘দ্বিতীয় পর্যায়’ শুরু করেছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ যুদ্ধ আরও দীর্ঘ ও কঠিন হবে বলে সতর্ক করেছেন তিনি।
শনিবার প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের সঙ্গে এক টেলিভিশন ভাষণে নেতানিয়াহু বলেন, ‘আমাদের একটি প্রধান লক্ষ্য রয়েছে: শত্রুকে পরাজিত করা এবং আমাদের অস্তিত্বের নিশ্চয়তা দেওয়া।’
হামাসকে পরাস্ত করতে ইসরায়েলি বাহিনী এখন গাজা উপত্যকার সর্বত্র মোতায়েন রয়েছে বলে তিনি জানান।
তার এই ঘোষণার পরপরই গাজা শহরকে একটি ‘যুদ্ধক্ষেত্র’ ঘোষণা দিয়ে বাসিন্দাদের দক্ষিণে চলে যাওয়ার ব্যাপারে জন্য সতর্ক করে লিফলেট ফেলেছে ইসরায়েলি বিমান বাহিনী।
প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেন, ‘আমরা গাজায় মাটির ওপর ও নিচে হামলা করছি। আমরা সব জায়গায় সন্ত্রাসীদের অবস্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছি। বাহিনীর প্রতি নির্দেশনা স্পষ্ট: পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জোড়ালো অভিযান চলবে।’
এদিকে গাজা উপত্যকার উত্তেজনা পশ্চিম তীরেও ক্রমশ তীব্র হচ্ছে। অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন শহরে অভিযান চালিয়ে ফিলিস্তিনিদের ব্যাপকভাবে ধরপাকড় করছে ইসরায়েলি বাহিনী।
ইসরায়েল-গাজা সংঘাত নিয়ে আলোচনা করতে সোমবার বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। ইসরায়েল গাজায় তাদের স্থল হামলা বাড়ানোর ঘোষণার পর নিরাপত্তা পরিষদে বৈঠকের আহ্বান জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত।