হামাস থেকে নাগরিকদের মুক্ত করতে মরিয়া থাইল্যান্ড

ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধে নিজেদের নিরপেক্ষ অবস্থান ঘোষণা দিয়েছে থাইল্যান্ড। তবে শঙ্কার দিক বিবেচনায় চলমান যুদ্ধে তৃতীয় দেশ হিসেবে সবচেয়ে বেশি আতঙ্কিত থাইল্যান্ড। দেশটির ১৯ জন নাগরিককে ইসরায়েল থেকে অপহরণ করে নিয়ে গেছে হামাস৷ এখনো মুক্তি মেলেনি। ইসরায়েলের গাজা অভিযানে নিজ দেশের নাগরিক নিয়ে আরও দুশ্চিন্তায় পড়েছে দেশটি।
এরই মধ্যে একজন মন্ত্রীকে মধ্যপ্রাচ্যে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে থাই সরকার৷ উদ্দেশ্য আরব দেশগুলোর সমঝোতায় হামাসের সঙ্গে যোগাযোগ এবং অপহৃতদের মুক্তি। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থেভসিন নিজেই এ কথা জানিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন, গাজায় ইসরায়েলের স্থল অভিযানের পর থেকে আমি রাতেও ঘুমাতে পারছি না। ইসরায়েলে যেমন থাই নাগরিকরা এখনো রয়েছেন, তেমনি হামাসের হাতেও বন্দী রয়েছে। যুদ্ধের পরিধি দিন দিন বেড়ে যাচ্ছে। এখনো ইসরায়েলে আমাদের অনেক থাই কর্মী রয়েছে। এটা সত্যিই দুর্বিষহ।
ইসরায়েলে কর্মরত বেশিরভাগ থাই কর্মী উদোন থানি প্রদেশের নাগরিক।
প্রধানমন্ত্রী বলেন, উদোনথানির জনপ্রতিনিধি এবং অভিভাবকদের বলবো, আপনাদের সন্তানদের যত দ্রুত সম্ভব ইসরায়েল থেকে ফিরে আসতে বলুন। স্থল অভিযান শুরু হলে হয়তো ইসরায়েলের সঙ্গে যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে যেতে পারে৷
একজন মন্ত্রী এরই মধ্যে মধ্যপ্রাচ্য সফরের প্রস্তুতি নিচ্ছেন থাই অপহৃতদের মুক্ত করতে। তবে প্রধানমন্ত্রীর স্বার্থে তার পরিচয় বলেননি।
তিনি বলেন, এটা খুবই দুঃখজনক যে কয়েকজন থাই নাগরিক ইসরায়েল থেকে ফিরতে চাচ্ছেন না। কাজ হারানোর ভয় পাচ্ছেন। আমি আশা করি তারা তাদের মন পরিবর্তন করে ফিরবেন। যারা ফিরে আসবে তাদের আরও বেশি আর্থিক সহযোগিতা প্রদান করা হবে, সহজশর্তে ঋণ দেয়া হবে৷
জাতিসংঘে ইসরায়েলের প্রতিনিধি হামাসের হাতে বন্দী থাই নাগরিকের যে ভিডিও প্রদর্শন করেছেন, সেটা নিয়ে উষ্মা প্রকাশ করেন শ্রেত্থা। তিনি বলেন, এই ধরনের ভিডিও প্রকাশ কোনভাবেই সমীচীন হয়নি। যখন আমাদের এখনো অনেকে বন্দী। প্রথম থেকেই আমরা এই যুদ্ধে নিজেদের নিরপেক্ষ অবস্থান প্রকাশ করেছি এবং আমরা এই সংঘাতের কোন অংশ হতে চাই না। আমরা শুধু চাই আমাদের নাগরিকদের যেন দ্রুত ফিরিয়ে দেয়া হয়।
এখন পর্যন্ত ইসরায়েলে হামাসের হামলায় ৩২ জন থাই নাগরিকের মৃত্যু হয়েছে। ১৯ জন আহত এবং ১৯ জনকে অপহরণ করা হয়েছে।
বন্দীদের মুক্ত করতে এরই মধ্যে ইরানেও একটি প্রতিনিধি দল পাঠিয়েছে থাইল্যান্ড। সংসদের স্পিকার ওয়ান মুহাম্মাদ নূর মাতহা বলেন, নারাথিওয়াদের সাবেক সংসদ সদস্য আরিপান উতারিসান এবং লারপং সাইদকে ইরানে পাঠানো হয়েছে। তারা শিয়া মুসলিম এসোসিয়েশনের নেতা সায়িদি সোলাইমান হোসাইনির ভাই।
প্রতিনিধি দল এরই মধ্যে ইরানের রাষ্ট্রপতির উপদেষ্টা এবং একজন ফিলিস্তিনের নেতার সঙ্গে দেখা করেছেন। অপহৃত থাইদের মুক্তির বিষয়ে তারা সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
এছাড়াও ইসরায়েলের তেল আবিবে কর্মরত ছিলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের এমনসব সাবেক কর্মকর্তাদের তেল আবিবে পাঠানো হয়েছে সেখানকার থাই নাগরিকদের পাঠানোর কাজ ত্বরান্বিত করতে৷