প্রকাশিত : ১৮ মে, ২০২৪ ১৩:২৮

হরিয়ানায় চলন্ত বাসে আগুন লেগে নিহত ৮, আহত ২০

অনলাইন ডেস্ক
হরিয়ানায় চলন্ত বাসে আগুন লেগে নিহত ৮, আহত ২০

ভারতের হরিয়ানা রাজ্যে পুণ্যার্থীবাহী চলন্ত বাসে আগুন লেগে আটজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও ২০ জন। 

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, শুক্রবার রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত বাসটি বৃন্দাবন এবং মথুরা থেকে তীর্থযাত্রীদের নিয়ে ফিরছিল। নুহ জেলার কাছে কুন্ডলি-মানেসার-পালওয়াল জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় বাসটিতে আগুন ধরে যায়। 

বাসে ৬০ জন যাত্রী ছিলেন। গভীর রাত হওয়ায় বাসের সিংহভাগ যাত্রী ঘুমিয়ে পড়েছিলেন। ফলে প্রাথমিক আত্মরক্ষার সুযোগটুকুও অনেকে পাননি বলে মনে করা হচ্ছে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত দেড়টার দিকে চলন্ত বাসে আগুন লাগার বিষয়টি লক্ষ্য করেন তারা। বাসের পেছন থেকে লেলিহান আগুনের শিখা বের হচ্ছিল। গ্রামবাসীরাই চিৎকার করে বাস চালককে বাস থামাতে বললেও বাসের চালক তা শোনেনি ৷ এরপর এক যুবক বাইকে করে বাসটিকে ধাওয়া করে সেটিকে থামায়।

বাসটি থামার পর ততক্ষণে সেটিতে আগুন ধরে যায়। স্থানীয়রা পুলিশে খবর দেয় ও আগুন নেভানোর এবং লোকজনকে উদ্ধারের চেষ্টা করে।

দমকল কর্মীরা আসার পর আগুন নিভিয়ে ফেলা হয়। ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

কী কারণে চলন্ত বাসে আগুন ধরল, তা এখনও পর্যন্ত জানা যায়নি। পুলিশ পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।

উপরে