শাজাহানপুরে মাঝিড়া যুব সংঘের শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট
বগুড়ার শাজাহানপুরে জমকালো আয়োজনে "শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট"-এর কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি ) বিকেলে মাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ খেলার উদ্বোধন করা হয়।
মাড়িয়া যুব কল্যাণ সংঘের সভাপতি বাদশা সরকারের সভাপতিত্ব খেলার প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি তমেজ উদ্দিন।
মাড়িয়া যুব কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক শাহ আলী খন্দকার সঞ্চালনায় ও রফিকুল ইসলাম সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ঠিকাদার আমিনুল ইসলাম জোয়ারদার,সরকারি ঠিকাদার মোঃ জাহেদুল ইসলাম,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কেএম রহমত আলী,নয়মাইল বণিক সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির দুলু,মাড়িয়া যুব কল্যাণ সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক শামিনুর রহমান,সহকারী সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন রিপন,ক্রীড়া সম্পাদক খায়রুল বাশার,কোষাধ্যক্ষ সোহেল রানা, সদস্য নজরুল, মমিন,পারভেজ, সজিব সহ বিভিন্ন নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কোয়ার্টার ফাইনালে ম্যাচে বামুনিয়া ইসলামিয়া সমাজ কল্যাণ সংস্থা ও নগর অলস্টার ক্লাব অংশ নেয়।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ