ধনিয়া পাতার আছে যেসব ভেষজ গুণ

ধনিয়া পাতা – বাংলাদেশি রান্নার এক অপরিহার্য উপাদান। ভাজি হোক বা ভুনা, টক দই হোক বা সালাদ – সবার উপরে একটু ধনিয়া পাতা কুচি মানেই যেন স্বাদে-ঘ্রাণে একেবারে ভিন্ন মাত্রা। তবে স্বাদের বাইরেও এই ছোট ছোট পাতাগুলোর রয়েছে বিশাল স্বাস্থ্য উপকারিতা, যা বিজ্ঞানভিত্তিক গবেষণায়ও প্রমাণিত।
ধনিয়া পাতা কী?
ধনিয়া পাতার ইংরেজি নাম সিলানত্রো। এটি মূলত ধনিয়া গাছের পাতা, যা খাবারে শুধু স্বাদ বা সাজসজ্জা হিসেবে নয়, বরং একটি শক্তিশালী প্রাকৃতিক প্রতিষেধক হিসেবেও কাজ করে। আধুনিক গবেষণায় দেখা গেছে, ধনিয়া পাতা দেহের জ্বালাভাব কমাতে, চিন্তা ও উদ্বেগ হ্রাসে, এবং রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে।
ধনিয়া পাতার ৩টি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য উপকারিতা-
১. শরীরের জ্বালাভাব কমায় স্বাভাবিকভাবে
ধনিয়া পাতায় রয়েছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট, পলিফেনল এবং বায়োঅ্যাকটিভ যৌগ, যা শরীরের কোষে জমে থাকা ফ্রি র্যাডিকাল নষ্ট করে দেয়। এর ফলে শরীরের ভেতরের দীর্ঘমেয়াদি জ্বালাভাব কমে। গবেষণায় দেখা গেছে, ধনিয়া পাতার উপাদানগুলো অটোইমিউন রোগ, স্নায়বিক রোগ, হজমে সমস্যা এবং হৃদরোগ কমাতে ভূমিকা রাখে।
২. মানসিক চাপ ও দুশ্চিন্তা কমাতে সাহায্য করে
নতুন কিছু গবেষণায় ইঙ্গিত মিলেছে, ধনিয়া পাতার নির্যাসে থাকা নির্দিষ্ট কিছু উদ্ভিজ্জ রাসায়নিক পদার্থ বা ফাইটোকেমিক্যালস্ মস্তিষ্কের উত্তেজনা হ্রাস করে এবং স্নায়ুতন্ত্রকে শান্ত রাখতে পারে। এটি উদ্বেগ বা অ্যাংজাইটি কমাতে সহায়তা করতে পারে। এর অ্যান্টিঅক্সিডেন্ট প্রভাব মস্তিষ্কের কোষ রক্ষা করে মানসিক সুস্থতা বজায় রাখতে ভূমিকা রাখে।
৩. রক্তে চিনির মাত্রা ও ইনসুলিন সংবেদনশীলতা নিয়ন্ত্রণে সহায়ক
ধনিয়া পাতায় এমন কিছু প্রাকৃতিক উপাদান রয়েছে যা রক্তে গ্লুকোজ মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে এবং ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে পারে।
বিশেষত টাইপ ২ ডায়াবেটিস বা প্রি-ডায়াবেটিস রোগীদের জন্য এটি খাদ্যতালিকায় একটি কার্যকর যোগ হতে পারে। নিয়মিত ধনিয়া পাতা খাওয়া দীর্ঘমেয়াদে মেটাবলিক স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করতে পারে।
ধনিয়া পাতা কীভাবে খাবেন?
ধনিয়া পাতার উপকারিতা পেতে হলে রান্নায় এটি কাঁচা অবস্থায় বা শেষ মুহূর্তে দিয়ে খাওয়া সবচেয়ে ভালো। এতে পুষ্টি নষ্ট হয় না।
>> চাটনি বা সালাদ ড্রেসিংয়ে ব্যবহার করুন।
>> তরকারি বা ঝোল রান্না শেষে ধনিয়া পাতা ছড়িয়ে দিন।
>> স্মুদি বা কাঁচা পুদিনা-ধনিয়া চাটনিতে ব্লেন্ড করে খেতে পারেন।
>> ফ্রিজে সংরক্ষণ করতে হলে পাতলা তোয়ালে জড়িয়ে রাখুন অথবা পানিতে রেখে দিন।
কিছু সতর্কতা-
>> রক্ত তরলকারী ওষুধ গ্রহণ করছেন এমন ব্যক্তিরা ধনিয়া পাতা খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কারণ এতে ভিটামিন-কে থাকে, যা রক্ত জমাট বাঁধার প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে।
>> যাদের পলেনে অ্যালার্জি আছে, তাদের ধনিয়া পাতায় হালকা অ্যালার্জিক প্রতিক্রিয়া হতে পারে। যেমন- চুলকানি বা হালকা গলায় অস্বস্তি।
তবে একটি মজার বিষয় হলো – কারো কারো কাছে ধনিয়া পাতার স্বাদ সাবানের মতো লাগে! বিজ্ঞানীরা বলছেন, কিছু মানুষের শরীরে ওআরসিক্সএ২ নামে একটি বিশেষ জিন সক্রিয় থাকে, যা ধনিয়া পাতার নির্দিষ্ট সুগন্ধি উপাদান কে ‘সাবানের মতো’ স্বাদ ও গন্ধ হিসেবে শনাক্ত করে। এই বৈশিষ্ট্য সম্পূর্ণ জেনেটিক, এবং এটি ১০–২০ শতাংশ মানুষের মধ্যে দেখা যায়।
যা আমরা শুধু রান্নায় ঘ্রাণ বাড়াতে ব্যবহার করি, সেই ধনিয়া পাতা হতে পারে আমাদের প্রতিদিনের স্বাস্থ্য রক্ষায় একটি শক্তিশালী সহকারী। ভেষজ গুণে ভরা এই পাতাটি দেহ ও মনের যত্নে ছোট অথচ গুরুত্বপূর্ণ একটি উপাদান।
সূত্র: টাইমস্ অব ইন্ডিয়া, জার্নাল অব ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন, ইন্টারন্যাশনাল জার্নাল অব মলিকিউলার সায়েন্সেস, সায়েন্টিফিক আমেরিকান, হার্ভার্ড টি.এইচ. চ্যান স্কুল অব পাবলিক হেলথ, ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশন