ধানক্ষেতে আগুন দেওয়ার ঘটনা তদন্তে প্রধানমন্ত্রীর নির্দেশ

ধানের কম মূল্যে ক্ষেতে আগুন দেওয়ার ঘটনাগুলো বিশেষ বিশেষ জায়গায় কেন ঘটছে- তা তদন্ত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে কৃষকের ধানক্ষেতে আগুন দেওয়ার বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। তি
নি বলেন, সমস্যার বাস্তবসম্মত সমাধান করতে হবে। একটা সমস্যা হয়েছে, আগুন জ্বালিয়ে, ধান পুড়িয়ে এ সমস্যার সমাধান তো হবে না।
ওবায়দুল কাদের বলেন, এ নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন বিষয়টি খতিয়ে দেখতে। এখানে ঘটনাগুলো স্যাবোটেজ কিনা, ঘটনাগুলো বিশেষ বিশেষ জায়গায় ঘটছে কেন, এটা তদন্ত করে জানাতে বলেছেন। দলীয়ভাবেও আমরা খোঁজ-খবর নেব।’
সংশ্লিষ্ট সংবাদ: প্রধানমন্ত্রী
১৩ মে, ২০১৯
১৩ মে, ২০১৯
১৮ মে, ২০১৯
১৮ মে, ২০১৯