বগুড়া শাজাহানপুরে বৃদ্ধা শাশুড়িকে মারধোরের অভিযোগে গ্রেফতার পুত্রবধু

বগুড়া শাজাহানপুরে ষাটোর্ধ্ব বৃদ্ধা শাশুড়িকে মারধোরের অভিযোগে জান্নাতি আক্তার রুনা (৩০) নামে এক মহিলাকে গ্রেফতার করেছে শাজাহানপুর থানা পুলিশ। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী বৃদ্ধা শাশুড়ি হোসনে আরা বেগমের অভিযোগের প্রেক্ষিতে রবিবার সকালে খোট্টাপাড়া ইউনিয়নের ছোট চান্দাই এলাকার সুলতান আহম্মেদ বিদ্যুৎ এর স্ত্রী জান্নাতি আক্তার রুনা কে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
মামলার এজাহার সূত্রে ও বাদী হোসনে আরার সাথে মুঠোফোনে কথা বললে জানা যায়, বাদী হোসনে আরা বেগম পরিবার পরিকল্পনা অফিসের মাঠ কর্মী ছিলেন। তার একমাত্র ছেলের বউ বিয়ের পর থেকেই সাংসারিকভাবে নানা অশান্তি করে আসছিল। তার ছেলে চাকরীসূত্রে বেশীরভাগ সময় বাইরে থাকার কারণে বেশ কিছুদিন হলেই বাদীর স্বামীর অর্থাৎ শশুড়ের সাথে আসামী রুণার সন্দেহজনক সম্পর্ক গড়ে উঠে যা স্বাক্ষ্য প্রমাণের অভাবে দীর্ঘদিন থেকেই নিরবে সহ্য করে যাচ্ছেন ধার্মিক ও ন¤্র স্বভাবের মহিলা হোসনে আরা। কিন্তু গত ১৯ জুন সকালে তাদের সন্দেহজনক আচরণের ভদ্রভাবে প্রতিবাদ করলে আসামী রুনা ক্ষিপ্ত হয়ে হত্যার উদ্দেশ্যে বাদী কে গলা চিপে ধরে সেই সাথে বেদম মারধর করে তার হাতের কবজি, নাক ও মুখের বির্ভিন্ন জায়গায় জখম করে ফেলে। সাথে সাথে বাদীর নামীয় সম্পত্তি জোরপূর্বক লিখে না দিলে মেরে ফেলার হুমকি দেয় মর্মে জানায় বৃদ্ধা হোসনে আরা। হৃদরোগ, ডায়াবেটিসসহ নানা মারাত্মক অসুখের মাঝে পুত্রবধুর হাতে নির্যাতিত হয়ে বাদী ৪ দিন মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিয়ে বর্তমানে ডাক্তারের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা শাজাহানপুর থানার এসআই রাম জীবন ভৌমিক জানান, আসামী রুনার বিরুদ্ধে ইতিমধ্যে হত্যার উদ্দেশ্যে মারপিট এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মামলা দায়ের হয়েছে এবং আসামীকে গ্রেফতার করে দুপুরে কোর্টে প্রেরণ করা হয়েছে। শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন এর সাথে কথা বললে তিনি জানান, বিষয়টি পারিবারিক মামলা হলেও স্পর্শকাতর। সামাজিক অবক্ষয়ের কারণে ঘটা এই ঘটনাগুলো সত্যি বেদনাদায়ক। মামলার তদন্ত সাপেক্ষে আরও গুরুত্বপূর্ণ বিষয় বেরিয়ে আসবে বলে জানান এই কর্মকর্তা। সাথে সাথেই তিনি সমাজের সকলকে পারিবারিক বন্ধন সুদৃঢ় রাখার মাধ্যমে সামাজিক অবক্ষয় রোধে ভূমিকা রাখার আহবান জানান।