চীন সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বিকালে

চীনে পাঁচ দিনের সফর নিয়ে আজ সোমবার বিকালে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আজ সোমবার বিকাল ৪টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এর আগে গত ৯ জুন জাপান, সৌদি আরব ও ফিনল্যান্ড সফরের অভিজ্ঞতা জানাতে সংবাদ সম্মেলনে হাজির হন প্রধানমন্ত্রী।
বিদেশ সফর থেকে ফিরে প্রতিবারই সংবাদ সম্মেলন করেন শেখ হাসিনা।
গত সোমবার চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংর আমন্ত্রণে পাঁচ দিনের সরকারি সফরে যান শেখ হাসিনা। সফর শেষে শনিবার তিনি দেশে ফিরেছেন। এই সফরে রোহিঙ্গা ইস্যু নিয়ে চীনের সঙ্গে কথা হয়েছে রাষ্ট্রপ্রধানের। তবে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে চীনের কাছ থেকে জোরালো কোনো আশ্বাস পায়নি বাংলাদেশ।
সংশ্লিষ্ট সংবাদ: চীন সফর, প্রধানমন্ত্রী, সংবাদ সম্মেলন
৬ জুলাই, ২০১৯
১৭ জুলাই, ২০১৯
১ আগস্ট, ২০১৯
২৮ অক্টোবর, ২০১৯