বিএসএমএমইউতে ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শন স্বাস্থ্যমন্ত্রীর

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য নির্ধারিত ওয়ার্ড পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।
আজ শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ডেঙ্গু আক্রান্ত রোগীদের ওয়ার্ড পরিদর্শন শেষে সাংবাদিকরা ডেঙ্গু রোগীর মৃত্যু বিষয়ে প্রশ্ন করলে তিনি সঠিক হিসাব নিয়ে পরে জানাবেন বলে জানান।
এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন জানান, ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত কতজন মারা গেছেন তার সঠিক হিসাব নেই তাঁর কাছে।
তিনি বলেন, এ পর্যন্ত মোট কতজন মারা গেছে, তার সঠিক হিসাব এখন দেওয়া সম্ভব নয়। খোঁজ-খবর নিয়ে পরে জানানো হবে।