ট্রাফিক আইন লঙ্ঘনে জরিমানা ২৯ লাখ

রাজধানীর বিভিন্ন সড়কে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২৮ লাখ ৯৪ হাজার ৯৫০ টাকা জরিমানা ও ৬ হাজার ৪৯০টি মামলা করা হয়েছে। অভিযানে ডাম্পিংয়ে পাঠানো হয় ৩১টি গাড়ি ও রেকার করা হয় ৯০২টি গাড়ি।
শনিবার দিনভর ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ এই অভিযান চালায়।
ট্রাফিক সূত্র জানায়, উল্লেখযোগ্য মামলার মধ্যে রয়েছে হাইড্রোলিক হর্ন ব্যবহার করার দায়ে ১০০টি, হুটার ও বিকনলাইট ব্যবহার করার জন্য ৫টি মামলা। এছাড়া, উল্টোপথে গাড়ি চালানোর অপরাধে ১ হাজার ১৫১টি ও মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ৯টি গাড়ির বিরুদ্ধে মামলা হয়েছে।
অপরদিকে, ট্রাফিক আইন না মানার কারণে ২ হাজার ১৮৪টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও ১৮২টি মোটরসাইকেল আটক করা হয়। সেই সঙ্গে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে চালকের বিরুদ্ধে ৬টি ভিডিও মামলা করা হয়।
খবর: বাংলার উন্নয়ন