ক্যামেরার সামনে শুধু নয়, বাস্তবে পরিচ্ছন্নতা অভিযান চান প্রধানমন্ত্রী

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা এডিস মশা নিয়ন্ত্রণের পথ। ক্যামেরার সামনে শুধু নয়, বাস্তবে পরিচ্ছন্নতা অভিযান চান প্রধানমন্ত্রী। কারা করেছেন নেত্রী এটাও দেখতে চান। একদিন নয় প্রতিদিন এটা করতে হবে।
আজ মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ আওয়ামী লীগের জরুরি সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ক্যামেরার সামনে কেবল পরিচ্ছন্নতার ফটোসেশন নয়, বরং কয়টা ওয়ার্ড পরিচ্ছন্ন হয়েছে, তা সংশ্লিষ্টদের কাছে জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি আরও বলেন, যারা করেননি ভবিষ্যতে তারাও করবেন। আর যারা করেছেন তারা অব্যাহত রাখবেন। দলের নেতারা কাউন্সিলরদের সহযোগিতা করবেন। ঢাকাকে ক্লিন রাখতে হবে। নোংরা শহর হিসেবে নয়, সারাবিশ্বে বাংলাদেশে পরিচ্ছন্ন ইমেজ, তাহলে ঢাকা নোংরা থাকবে কেন?
বিএনপির কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, মিডিয়া না থাকলে বিএনপি যে একটি বড় দল, তার অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না।