চামড়ার দরপতনের তদন্ত চেয়ে রিট

কোরবানির পশুর চামড়ার মূল্যের অস্বাভাবিক দরপতনের তদন্ত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে চামড়ার দরপতনের ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করার নির্দেশনা চাওয়া হয়েছে।
আজ রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ব্যারিস্টার মহিউদ্দিন হানিফ এই রিট দায়ের করেন।
রিটকারী সাংবাদিকদের বলেন, সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুয়ায়ী, দেশব্যাপী একটি চক্র কোরবানির পশুর চামড়ার দরপতন ঘটিয়েছে। এতে হাজার হাজার ছোট ব্যবসায়ী পথে বসেছে। চামড়া শিল্পে ধস নেমেছে। তাই সিন্ডিকেটের সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে রিট দায়ের করেছি।
রিটে কোরবানির পশুর চামড়ার মূল্যের অস্বাভাবিক দরপতন কেন অবৈধ হবে না এই মর্মে রুল জারিরও আর্জি জানানো হয়েছে।
চলতি সপ্তাহে রিট আবেদনের ওপর শুনানি হতে পারে।
সংশ্লিষ্ট সংবাদ: চামড়ার দরপতন, তদন্ত, রিট
২৫ জুন, ২০১৯
১৬ জুলাই, ২০১৯