রংপুরে প্রতিদিন চিকিৎসা নিতে আসেন ১০০ ডায়াবেটিস রোগী

চিকিৎসাবিজ্ঞানের গবেষণায় নীরব ঘাতক ডায়াবেটিস মহামারি আকার ধারণ করছে। প্রতিনিয়ত বাড়ছে এ রোগে আক্রান্তের সংখ্যা। এর থেকে বাদ পড়ছে না শিশুরাও। বাংলাদেশে বর্তমানে ডায়াবেটিস রোগীর সংখ্যা প্রায় ৯০ লাখ। সারাদেশের ন্যায় রংপুরেও দিন দিন বাড়ছে ডায়াবেটিস আক্রান্ত রোগী।
রংপুর ডায়াবেটিক সমিতি সূত্রে জানা যায়, এখানে প্রতিদিন গড়ে ১০০ জনের মত রোগী চিকিৎসা নিতে আসেন। যার মধ্যে ১০ থেকে ১৫ জন নতুন রোগী। এই সমিতিতে বর্তমানে নিবন্ধিত রোগীর সংখ্যা প্রায় ৩৭ হাজার।
শর্তের বেড়াজালে আটকে আছে ডায়াবেটিক হাসপাতাল নির্মাণ কাজ। রংপুর বিভাগের প্রতিটি জেলায় আধুনিক ডায়াবেটিক হাসপাতাল নির্মিত হলেও বিভাগীয় শহর রংপুরে ৪১ বছরেও ডায়াবেটিক হাসপাতাল নির্মিত না হওয়ায় ভোগান্তিতে পড়েছেন নিবন্ধিত প্রায় ৩৭ হাজারসহ চিকিৎসা প্রত্যাশী নতুন ডায়াবেটিক রোগীরা।
রংপুর ডায়াবেটিক সমিতি সূত্রে জানা গেছে, ২০১৮ সালের আগস্ট মাসে সমাজকল্যাণ মন্ত্রণালয় ৬ তলা বিশিষ্ট আধুনিক রংপুর ডায়াবেটিক সমিতি হাসপাতাল নির্মাণের জন্য ৩৯ কোটি টাকা অনুমোদন দেয়। পরে পরিকল্পনা মন্ত্রণালয় ওই বছরের ৩০ আগস্ট টাকা ছাড় করতে ১৬টি শর্ত জুড়ে দেয়। এর মধ্যে প্রস্তাবিত ডায়াবেটিক সমিতি হাসপাতাল নির্মাণের জন্য জেলা প্রশাসকের কাছ থেকে অনুমতিপত্র এবং ভূমির মূল্য সংক্রান্ত যথাযথ কর্তৃপক্ষেরপত্র ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রোফাইল (ডিপিপি) সংযুক্ত করা নিয়ে দেখা দেয় জটিলতা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১৯৭৮ সালে রংপুর ডায়াবেটিক সমিতি গঠন করা হয়। পরে ২০০০ সালে নগরীর বাধাবল্লভ পাড়ায় প্রায় ৭০ শতক সরকারি জমি ভূমি মন্ত্রণালয় থেকে সমিতির নামে লিজ দেয়া হয়।
সরেজমিনে রংপুর ডায়াবেটিক সমিতি ঘুরে দেখা গেছে, অন্যতম বড় ভবনটি প্রাচীন এবং জরাজীর্ণ হওয়ায় তা ব্যবহৃত হচ্ছে না। একটি ছোট ভবনে শুধু আউটডোরে ডায়াবেটিস রোগীদের সামান্য কিছু চিকিৎসা দেয়া হচ্ছে।
রংপুর ডায়াবেটিক সমিতির প্রশাসনিক কর্মকর্তা এম এ ওয়াজেদ বলেন, জায়গার সংকুলানের অভাবে ডায়াবেটিস রোগীদের সব ধরনের চিকিৎসা দেয়া সম্ভব হচ্ছে না। প্রতিদিন প্রায় গড়ে ১০০ জন চিকিৎসা নিতে আসেন। এদের মধ্যে ১০ থেকে ১৫ জন থাকেন নতুন রোগী। বর্তমানে এখানে মাত্র পাঁচজন চিকিৎসক রয়েছেন। এদের মধ্যে তিনজন ডায়াবেটিস রোগের চিকিৎসা করেন। বাকি দুইজনের মধ্যে একজন চোখের এবং অন্যজন দাঁতের চিকিৎসা করেন। একজন হার্ট বিশেষজ্ঞসহ গাইনোকোলজি চিকিৎসক খুবই জরুরি।
তিনি আরও বলেন, ডায়াবেটিস রোগীরা এখানে সব ধরনের চিকিৎসা না পেয়ে অন্যত্র চিকিৎসা করাতে বাধ্য হচ্ছেন। এতে তাদের চিকিৎসা ব্যয় বাড়ছে।