হিলিতে পেঁয়াজের দাম ১৮০ টাকা
.jpg)
একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পেঁয়াজের দাম রেড়েছে কেজিতে ৫০ টাকা। যে পেয়াজ বুধবার বিক্রি হয়েছে প্রতি কেজি ১৩০ থেকে থেকে ১৪০ টাকা। বৃহস্পতিবার সেই পেঁয়াজ প্রতি কেজি প্রকারভেদে বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকা দরে। পেঁয়াজ আমদানিকারক সাইফুল ইসলাম জানান, হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকার কারণেই লাগামহীন ভাবে দাম বাড়ছে পেঁয়াজের।
পেঁয়াজ কিনতে আসা পাইকাররা জানায়, পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণ না থাকায় বিপাকে পড়েছেন তারা। অনেকেই দাম বেশির কারণে পেঁয়াজ কিনতে পারছে না। হিলি বাজারের পাইকারী পেঁয়াজ বিক্রেতা রেজাউল করিম জানান, সরবরাহ কম থাকায় পেঁয়াজের এই মুল্য বৃদ্ধি। এর বেশি আর কোন মন্তব্য করতে চাননি তিনি।
খুচরা পেঁয়াজ ক্রেতা রফিক জানান, মাথায় খারাপ মামু বাজারে এতোই পেঁয়াজের দাম।তিনি যেখানে প্রতিদিন এক কেজি পেঁয়াজ কিনতেন সেখানে সাতদিনে এক কেজি পেঁয়াজ কিনছেন। এদিকে পাতাসহ নতুন পেঁয়াজ বাজারে উঠলেও প্রতিকেজি পাতাসহ পেঁয়াজ ১২০ টাকায় বিক্রি হচ্ছে।