রাজধানীতে ডাকাতির চেষ্টাকালে ৩ জন গ্রেফতার

রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকা থেকে ডাকাতির চেষ্টাকালে দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার রাত পৌনে ৩ টার দিকে শেরেবাংলা নগর থানার ইন্দ্রা রোড এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ।
গ্রেফতাররা হচ্ছেন- রাজিব (২২), মোহাম্মেল (৩৮) ও আহম্মেদ বাবু (৩২)। এ সময় তাদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দুটি চাপাতি ও একটি লাঠি উদ্ধার করা হয়। এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় মামলা করা হয়েছে।