আহতদের সর্বোচ্চ সেবা দেয়ার নির্দেশ মেয়র নাছিরের

পাথরঘাটায় গ্যাস লাইনে বিস্ফোরণে আহতদের সর্বোচ্চ সেবা দেয়ার নির্দেশ দিয়েছেন চট্টগ্রামের সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। এছাড়া ঘটনা তদন্তে সব সেবা সংস্থার সদস্যদের নিয়ে তদন্ত কমিটি গঠনের ঘোষণা দেন তিনি। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে দুর্ঘটনাস্থলে এসে তিনি এ ঘোষণা দেন।
সিটি মেয়র বলেন, ‘আমি এখন হাসপাতালে যাব। ইতোমধ্যেই বিস্ফোরণে আহতদের সর্বোচ্চ সেবা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া ঘটনা তদন্তে সব সেবা সংস্থার সদস্যদের নিয়ে তদন্ত কমিটি গঠন করা হবে।’ নগর পুলিশ কর্মকর্তা শাহ্ মোহাম্মদ আব্দুর রউফ জাগো নিউজকে বলেন, ‘বিস্ফোরণে আহতদের মধ্যে ওই ঘরের গৃহিণী অর্পিতা দাসের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি জানিয়েছেন, তার পরিবারে সদস্য সংখ্যা তিনজন। দুর্ঘটনার সময় বাকি দুজন বাইরে ছিলেন।
সকাল ৯টার দিকে গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে।’ আব্দুর রউফ বলেন, ‘মূলত বিস্ফোরণের কারণে দেয়াল ধসের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচে থাকা বেশ কয়েকটি দোকানের কর্মচারী ও পথচারী আহত হন। এখানে বিস্ফোরণে দগ্ধ হওয়ার চাইতে দেয়াল চাপায় বেশি হতাহতের ঘটনা ঘটেছে।’
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, গ্যাস লাইন বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৭ জনকে হাসপাতালে আনা হয়েছে। এদের মধ্যে ৭ জনকে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। তবে এদের মধ্যে ৪ জন পুরুষ, ২ জন নারী ও ১শিশু রয়েছে।