জাপান থেকে ফিরেছেন কোস্টগার্ড প্রধান

জাপানের টোকিওতে চার দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল এম আশরাফুল হক। রোববার কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. এম হায়াত ইবনে সিদ্দিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার রাতে রিয়ার এডমিরাল এম আশরাফুল হক দেশে ফেরেন।
‘জাপানের টোকিও শহরে জাপান কোস্ট গার্ড ও নিপ্পন ফাউন্ডেশানের যৌথ ব্যবস্থাপনায় গত ১৯ নভেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত চার দিনব্যাপী অনুষ্ঠিত দ্বিতীয় কোস্ট গার্ড গ্লোবাল সামিট (সিজিজিএস) সম্মেলনে অংশ নেন তিনি। ওই সম্মেলনে সামুদ্রিক সুরক্ষা ও সামুদ্রিক পরিবেশ সুরক্ষা এবং সামুদ্রিক নিরাপত্তা বিষয়ে আলোচনা হয়। আলোচ্য বিষয় অনুযায়ী ভবিষ্যতে কার্যক্রম গ্রহণ করা হবে।
এছাড়া বিশ্বব্যাপি উপকূল রক্ষাকারী বাহিনী এবং সংস্থাগুলোর মধ্যকার স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে সংলাপ ও সহযোগিতার একটি ভিত্তি স্থাপন, বিশ্বজুড়ে মানবসম্পদের বিকাশ ও সুরক্ষা বিষয়ে আলোচনা হয়। ’ সফরকালে এম আশরাফুল হক জাপান কোস্ট গার্ডের প্রধান সুচি ইয়ানামির সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন।
ওই সম্মেলনের মাধ্যমে জাপান ও বাংলাদেশের মধ্যে ভবিষ্যতে পারস্পারিক সহযোগিতা ও সুসম্পর্ক আরো বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করছে বাংলাদেশ কোস্ট গার্ড। এর আগে গত ১৮ নভেম্বর জাপানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন এম আশরাফুল হক। উল্লেখ্য, জাপান সরকারের আর্থিক সহায়তায় বাংলাদেশ কোস্ট গার্ডের ২৪টি অত্যাধুনিক বোট সেখানে নির্মানাধীন রয়েছে। ওই সম্মেলনের মাধ্যমে জাপান ও বাংলাদেশের মধ্যে ভবিষ্যতে পারস্পারিক সহযোগিতা ও সুসম্পর্ক আরো বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করছে বাংলাদেশ কোস্ট গার্ড।