একনেকে ৭ হাজার কোটি টাকার ৬ প্রকল্প অনুমোদন

ছয়টি উন্নয়ন প্রকল্পে ৭ হাজার ৩১২ কোটি ৫৫ লাখ টাকার অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক।
অিাজ মঙ্গলবার সকালে রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কেন্দ্রে একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রকল্পগুলোর অনুমোদন দেয়া হয়।
এ সব ব্যয়ের সরকারি অর্থায়নে দুই হাজার ৭৭৮ কোটি ৫৬ লাখ, সংস্থার নিজস্ব অর্থায়নে ৩২১ কোটি ৬৯ লাখ এবং বিদেশি ঋণ ৪ হাজার ২১২ কোটি ৩০ লাখ টাকা যোগান হবে।
সভার শুরুতে ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত দশ বছরে একনেক সভায় প্রধানমন্ত্রীর অনুশাসন বা নির্দেশনা নিয়ে প্রকাশিত বই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তুলে দেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। বইগুলো প্রতি প্রকল্পের পরিচালকের কাছে থাকবে যাতে করে নির্দেশনা মেনে কাজগুলো যথাযথভাবে দ্রুত শেষ হয়।
এসময় সড়ক ও সেতুকে সংস্কারের মাধ্যমে আধুনিককরণে একনেক সভায় উঠে আসে। আগামীতে আন্ত:জেলার সড়কগুলো চারলেনে করার বিষয়েও আলোচনা হয়।সভা শেষে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।