বাংলাদেশ-সৌদি হজ চুক্তি আজ
বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে ২০২০ সালের হজ চুক্তি সম্পন্ন হবে আজ বুধবার। এ লক্ষ্যে বর্তমানে মরুর দেশটিতে অবস্থান করছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহর নেতৃত্বে ৫ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল। চুক্তি সম্পাদন হবে সৌদির অন্যতম শহর জেদ্দায়।
এছাড়া চুক্তিতে মাশায়েরে মোকাদ্দাসায় হজযাত্রীদের সেবার মান আরও উন্নত করার প্রস্তাব দেয়া হবে। সৌদি আরবের পক্ষে চুক্তির নেতৃত্বে থাকবেন সৌদি হজ ও উমরা বিষয়ক মন্ত্রী ড. মোহাম্মদ সালেহ বিন তাহের বেনতেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ, কনসাল জেনারেল (জেদ্দা) ফয়সাল আহমেদ, কাউন্সেলর (হজ) মাকসুদুর রহমান প্রতিনিধি দলের সঙ্গে থাকবেন।
প্রসঙ্গত, বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন সৌদিতে হজ পালনের সুযোগ পেয়ে আসছেন। দেশটি এবার ৫ হাজার জনের কোটা বাড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে। চাঁদ দেখা সাপেক্ষে ২০২০ সালে পবিত্র হজ অনুষ্ঠিত হবে আগামী ১ আগস্ট। বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হবে ২৫ জুন থেকে।

অনলাইন ডেস্ক