স্যার ফজলে হাসান আবেদের মরদেহ আর্মি স্টেডিয়ামে

সর্বসাধারণেরর শ্রদ্ধা নিবেদনের জন্য ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের মরদেহ রাজধানীর আর্মি স্টেডিয়ামে আনা হয়েছে। আজ রোববার সকাল ১০টা ২৫ মিনিটে আর্মি স্টেডিয়ামে তার মরদেহ আনা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে দুপুর সাড়ে ১২ টায় এখানে তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।
এর আগে সকাল ৯টা থেকে স্যার ফজলে হাসান আবেদকে শ্রদ্ধা জানাতে সাধারণ মানুষ আর্মি স্টেডিয়ামে আসতে শুরু করেন। ওই সময়ই স্টেডিয়ামের ফটক খুলে দেওয়া হয়। স্যার ফজলে হাসান আবেদ শুক্রবার রাত ৮টা ২৮ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধী অবস্থায় মারা যান। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। ২৮ নভেম্বর তিনি হাসপাতালে ভর্তি হন।