জাতীয় পার্টির কাউন্সিল শুরু, নেই রওশন এরশাদ

জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির নবম কেন্দ্রীয় কাউন্সিল শুরু হয়েছে। তবে কাউন্সিলে দেখা মিলেনি দলটির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী রওশন এরশাদকে। আজ শনিবার সকাল ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে কাউন্সিলের উদ্বোধন করেন পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের।
কাউন্সিল উপলক্ষে আইইবি চত্বর থেকে মৎস্য ভবন, প্রেস ক্লাব, পশ্চিমে শাহবাগ পর্যন্ত বিভিন্ন রঙের ব্যানার ফেস্টুনে সাজিয়ে তোলা হয়েছে। নেতাকর্মীদের চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা নেতাকর্মীদের। সমাবেশস্থল পূর্ণ হয়ে সড়কে গিয়ে ঠেকেছে নেতাকর্মীদের ভিড়। এখনও খণ্ড খণ্ড মিছিল আসছে। মঞ্চে আসন নিয়েছেন পার্টির চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মসিউর রহমান রাঙ্গাসহ প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্যবৃন্দ।
প্রেসিডিয়াম সদস্যদের মধ্যে উপস্থিত রয়েছেন- ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, এবিএম রুহুল আমিন হাওলাদার, গোলাম কিবরিয়া টিপু, অ্যাড. শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, ফখরুল ইমাম, কাজী ফিরোজ রশীদ, জিয়া উদ্দিন আহমেদ বাবলু, মো. আবুল কাশেম, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, সৈয়দ আবু হোসেন বাবলা, হাফিজ উদ্দিন আহমেদ, আলহাজ সাহিদুর রহমান, মুজিবুল হক চুন্নু, সালমা ইসলাম, সৈয়দ মোহাম্মদ আব্দুল মান্নান, মীর আব্দুস সবুর আসুদ, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, এ. টি. ইউ. তাজ রহমান, সোলায়মান আলম শেঠ, নাসরিন জাহান রতনা, আব্দুর রশীদ সরকার, মেজর (অব.) খালেদ আখতার, মুজিবর রহমান সেন্টু, আলহাজ সফিকুল ইসলাম সেন্টু, লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, মোস্তাফিজুর রহমান মোস্তফা, ফখরুজ্জামান জাহাঙ্গীর, মো. মিজানুর রহমান, অ্যাড. রেজাউল ইসলাম ভূঁইয়া, সৈয়দ দিদার বখত, নাজমা আখতার, আব্দুস সাত্তার মিয়া, এমরান হোসেন মিয়া, মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল এমপি, লিয়াকত হোসেন খোকা এমপি, সেলিম ওসমান প্রমুখ।
কাউন্সিলের উদ্বোধনী ঘোষণা করেন- পার্টির চেয়ারম্যান জিএম কাদের। এখন নেতাদের বক্তব্য চলছে। এরপর বিদায়ী কমিটির সাংগঠনিক রিপোর্ট পেশ, গঠনতন্ত্র অনুমোদন ও বিদায়ী কমিটির চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরের বক্তব্যের মধ্য দিয়ে প্রথম অধিবেশনের সমাপ্তি ঘটবে। দুপুরে দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হবে। সেখানে দলের নেতৃত্ব নির্বাচন হবে। গঠিত হবে আগামী তিন বছরের জন্য জাতীয় পার্টির নতুন কমিটি।