সমাবেশের অনুমতি পায়নি বিএনপি, নয়াপল্টনে পুলিশ মোতায়েন

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আজ সোমবার বেলা ১১টায় সেখানে অন্য দিনের তুলনায় বেশি পুলিশ মোতায়েন দেখা গেছে। আজ সোমবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের একবছর পূর্তি উপলক্ষে নয়াপল্টনে সমাবেশ করার ঘোষণা দিয়েছিল বিএনপি। তবে এ সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ। পরে সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।