সৌদি থেকে অবৈধরা দেশে ফেরার সুযোগ পাবেন
সৌদি থেকে অবৈধ বাংলাদেশিরা আবেদনের প্রেক্ষিতে বৈধ ভাবে দেশে ফেরার সুযোগ পাবেন। তবে কর্মস্থল থেকে পলাতক, গৃহকর্মী বা চালকরা এই সুযোগ নিতে পারবেন না। এ বিষয়ে রিয়াদে অবস্থিত বাংলাদেশ মিশন থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভিসা পাওয়ার ১৫ দিনের মধ্যে শ্রমিকদের দেশে ফিরতে হবে।
এই উদ্যোগের অংশ হিসেবে, কাজের অনুমতি শেষ হয়ে যাওয়া প্রবাসীদের সৌদি ছেড়ে আসার ভিসা নিতে সেদেশের শ্রম আদালতে আবেদন করতে হবে। আবেদন রিয়াদে বাংলাদেশ মিশনের মাধ্যমে জমা দিতে হবে। ফি ছাড়াই তারা এই সুযোগ নিতে পারবেন।
জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের শ্রম কল্যাণ শাখায়ও শ্রমিকদের এসব আবেদন গ্রহণ করা হচ্ছে। জানা গেছে, সৌদি কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ মিশন নোটিশটি জারি করেছে। অন্যান্য দেশ থেকেও শ্রমিকরা দেশে ফিরে আসার সুযোগ পাবেন। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এই প্রক্রিয়া চলবে।
এদিকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, প্রায় এক হাজার কর্মী এই সুযোগ নেয়ার জন্য ইতোমধ্যে আবেদন করেছেন। প্রসঙ্গত, গত বছরজুড়ে সৌদি আরব কয়েক হাজার অননুমোদিত বাংলাদেশি শ্রমিককে আটক করে ফেরত পাঠায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজার নেতৃত্বে প্রতিনিধি দল দেশটিতে গিয়ে আলাপ করে আসার পর ১ ডিসেম্বর থেকে ফেরত পাঠানোর প্রক্রিয়া এখন স্থগিত আছে।

অনলাইন ডেস্ক