কাশেম সোলাইমানি হত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ
ইরানের কুদস বাহিনীর কমান্ডার মেজর জেনারেল কাশেম সুলাইমানি হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ করেছেন শিয়া মুসলিমরা। আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করা হয়। বিক্ষোভকারীরা আমেরিকার পতন চেয়ে স্লোগান দেন। এ সময় উপস্থিত ছিলেন শিয়া মুসলিমদের নেতা মো. মীর আশরাফুল আলম, মাওলানা সৈয়দ ইশতিয়াক ররেজা হাবিব, হাশেম আব্বাস, নাকি ইমাম, আফতাব হোসেন প্রমুখ।
মীর আশরাফুল আলম বলেন, কাশেম সোলাইমানি মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বের মুসলমানদের জন্য কাজ করছিলেন। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের এটি পছন্দ ছিল না। এজন্য তাকে হত্যা করেছে। শিয়া-সুন্নি মুসলমানরা মিলে এ হত্যার প্রতিবাদ করতে হবে।
তিনি বলেন, আমেরিকা মধ্যপ্রাচ্য অশান্ত করতে তালেবান, আল কায়দা, আইএসের মতো জঙ্গি সংগঠন তৈরি করেছে। এগুলো বন্ধ করতে বড় ভূমিকা রেখেছিলেন কাশেম সোলাইমানি। এজন্য আমেরিকা ও তাদের পা চাটা গোলাম সৌদি আরবের বিষয়টি ভালো লাগেনি।

অনলাইন ডেস্ক