রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
রাজধানীর মোহাম্মদপুরে কৃষি মার্কেট আজিজ মহল্লায় ৭ তলা ভবন থেকে পড়ে মোকসেদ (৩৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ২টা মিনিটের দিকে তাকে মৃত ঘোষণা করেন।
তার সহকর্মী আব্দুল কাদের জানান, মোহাম্মদপুর কৃষি মার্কেট আজিজ মহল্লায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় সাততলা ভবন থেকে পড়ে যায়। আহত অবস্থায় ঢামেকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত তাকে ঘোষণা করেন।
তার আত্মীয় নূরুল ইসলাম জানান, তার গ্রামের বাড়ি পাবনার সাঁথিয়া উপজেলার জাতক বরাট গ্রামে জমির উদ্দিনের ছেলে। বর্তমানে মোহাম্মদপুর এলাকায় পরিবার নিয়ে থাকতেন। তিনি দুই ছেলে দুই মেয়ের জনক ছিলেন। ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

অনলাইন ডেস্ক