নয় দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন রেলমন্ত্রী
নয় দিনের সরকারি সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। আজ রোববার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে কাতার এয়ারওয়েজের ৬৩৯ ফ্লাইটযোগে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেবেন তিনি। এ সময় মন্ত্রী ৪ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়েছে, বাংলাদেশ রেলওয়ের জন্য ৪০টি ব্রডগেজ লোকোমোটিভ সরবরাহকারী প্রতিষ্ঠান মার্কিন যুক্তরাষ্ট্রের প্রগ্রেস রেল লোকোমোটিভ ইউএসএ’র আমন্ত্রণে রেলমন্ত্রী এ সফরে যাচ্ছেন। বাংলাদেশ রেলওয়ের জন্য লোকোমোটিভ সংগ্রহ প্রকল্পের আওতায় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ৪০টি ব্রডগেজ লোকোমোটিভ কেনা হচ্ছে। ২০১৯ সালের ১৪ জানুয়ারি সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়। প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি মূল্য ১১৩৫ কোটি টাকা। প্রতিটি লোকোমোটিভের মূল্য পড়ছে ২৮ দশমিক ৩৯ কোটি টাকা। এডিবির অর্থায়নে লোকোমোটিভ কেনা হচ্ছে।
চুক্তি অনুযায়ী ২০২১ সালের মার্চ থেকে ২০২২ সালের ফেব্রুয়ারির মধ্যে ৪০টি লোকোমোটিভ সরবরাহ করবে প্রতিষ্ঠানটি। রেলমন্ত্রী ও প্রতিনিধিদলটি লোকোমোটিভ তৈরির কারখানাসহ সর্বশেষ অগ্রগতি ও সার্বিক কার্যক্রম পরিদর্শনের জন্য পরিদর্শনে যাচ্ছে। আগামী ২১ জানুয়ারি প্রতিনিধিদল দেশে ফিরবে।

অনলাইন ডেস্ক