দুর্নীতি মামলায় স্থায়ী জামিন পেলেন ইনকিলাব সম্পাদক
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও দুদকের কাছে সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুদকের করা মামলায় স্থায়ী জামিন পেয়েছেন দৈনিক ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন।
হাইকোর্ট থেকে পাওয়া চার সপ্তাহের আগাম জামিনের মেয়াদ শেষে আজ বুধবার (১৫ জানুয়ারি) বিচারিক আদালতে আত্মসমর্পণ করেন বাহাউদ্দীন। শুনানি শেষে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ কে এম ইমরুল কায়েশ তাঁকে স্থায়ী জামিন দেন।
আদালতে এ এম এম বাহাউদ্দীনের জামিন আবেদনের পক্ষে শুনানি করেন সৈয়দ আহমদ গাজী। আর দুদকের পক্ষে ছিলেন মোশাররফ হোসেন কাজল।
দুদক ২০১৬ সালে বাহাউদ্দীনের সম্পদের হিসাব চেয়ে নোটিশ দেয়। এরপর ২০১৭ সালের ১ নভেম্বর এক কোটি ৬৫ লাখ ১৮ হাজার ৬৯৫ টাকার সম্পদের তথ্য দাখিল করেন। এরপর দুদক অনুসন্ধান শেষে তার বিরুদ্ধে মামলা করে। এককোটি ৭০ লাখ ২৯ হাজার ৪৩৩ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও দুদকের কাছে ৮৯ লাখ ১৯ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ঢাকা-১ সমন্বিত জেলা কার্যালয়ে দুদক এ মামলা করে।
গত বছরের ১৮ নভেম্বর ইনকিলাব সম্পাদককে চার সপ্তাহের আগাম জামিন দেন বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ। জামিনের মেয়াদ শেষে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়।

অনলাইন ডেস্ক