শাহ আমানতে ১৫৩ কার্টন বিদেশি সিগারেট জব্দ
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মোহাম্মদ আবদুর রহিম নামের এক যাত্রীর ব্যাগেজ থেকে ১৫৩ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে।
গতকাল রবিবার রাত পৌনে ১০টার দিকে বিমানবন্দরে দায়িত্বরত এনএসআই টিম এসব সিগারেট উদ্ধার করে। শারজাহ থেকে আসা ওই যাত্রীর ব্যাগেজে পাওয়া এসব সিগারেটের প্রতি কার্টনের দাম দুই হাজার টাকা।
বিমানবন্দর সূত্র জানায়, এয়ার এরাবিয়ার জি৯-৫২৩ ফ্লাইটের এক যাত্রীর ব্যাগেজে ১২৩ কার্টন সিগারেট রয়েছে-এমন গোপন সংবাদ পেয়ে যাত্রীদের ওপর নজরদারি বাড়ায় এনএসআই টিম। এ সময় কাস্টম হলে স্ক্যানিং ছাড়াই ব্যাগেজ নিয়ে দ্রুত সরে পড়ার চেষ্টা করছিলেন সাতকানিয়ার আবদুর রহিম। একপর্যায়ে তাকে চ্যালেঞ্জ করে ব্যাগেজে ডানহিল, ৩০৩ ও ইজি ব্রান্ডের সিগারেট পাওয়া যায়।
এ ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।

অনলাইন ডেস্ক