প্রত্যেক রেলস্টেশনে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপনের সুপারিশ
দেশের প্রত্যেক রেলস্টেশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পোর্ট্রেট (প্রতিকৃতি) স্থাপনের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে চলতি বছরেই এই উদ্যোগ নেয়ার সুপারিশ করেছে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। আজ মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির নবম বৈঠকে এই সুপারিশ করা হয়।
বৈঠকে বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার এর আত্মহুতির স্মৃতি বিজড়িত চট্টগ্রামস্থ পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাবটি সংরক্ষণের বিষয়ে আলোচনা হয়। এ-সংক্রান্ত বিষয়ে সহসাই কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে মন্ত্রণালয়ের পক্ষ হতে জানানো হয়। নতুন রেললাইন নির্মাণসহ পুরাতন রেল লাইনসমূহ ত্রুটিমুক্ত রাখার বিষয়ে আলোচনা হয় এবং রেলওয়ে ব্রিজ, স্টেশনভবন, প্ল্যাটফর্ম, অ্যাপ্রোচ রোড ইত্যাদি সংস্কারের লক্ষ্যে ডিপিপি প্রণয়ন প্রক্রিয়াধীন।
কমিটির সদস্য ও রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন, আসাদুজ্জামান নূর, মো. সাইফুজ্জামান, এইচ এম ইব্রাহিম ও গাজী মোহাম্মদ শাহ নওয়াজ বৈঠকে অংশগ্রহণ করেন। এছাড়া বৈঠকে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সচিব, রেলপথ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনলাইন ডেস্ক