দেশ এখন উন্নয়নের মহাসড়কে : স্পিকার
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশ ইতিমধ্যে উন্নয়নশীল দেশের কাতারে প্রবেশ করেছে। দেশ এখন উন্নয়নের মহাসড়কে। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত করার লক্ষ্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ।’ আজ শুক্রবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি) এ অনুষ্ঠানের আয়োজোন করে।
স্পিকার বলেন, ‘পেশাগত দক্ষতা উন্নয়নে ডিএসসিএসসি কোর্স খুবই গুরুত্বপূর্ণ। কোর্সটি দেশ-বিদেশে সমভাবে সমাদৃত। এ কোর্সের প্রশিক্ষণার্থীদের নিষ্ঠা ও আন্তরিকতা নিজেদের লক্ষ্য পূরণে সহায়তা করবে।’ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কমান্ড্যান্ট ডিএসসিএসসি মেজর জেনারেল মো. এনায়েত উল্লাহ।
এ সময় তিনি কোর্সে অংশগ্রহণকারী সকল গ্র্যাজুয়েটদের পেশাগত জীবনের সার্বিক সফলতা কামনা করেন। অনুষ্ঠানে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ ন্যাশনাল ডিফেন্স ২০১৯-২০ কোর্সের ৫৪ জন বিদেশি প্রশিক্ষণার্থীসহ মোট ২৩৫ জন প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।

অনলাইন ডেস্ক