প্রধানমন্ত্রী দেশে ফিরলে ভোট নিয়ে মূল্যায়ন : ওবায়দুল কাদের
প্রধানমন্ত্রী দেশে ফিরলে দলীয় ফোরামে দুই সিটি করপোরেশন নির্বাচনে ভোটের বিষয়ে মূল্যায়ন করা হবে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সিটি ভোটে ভোটার কম হওয়ার অন্যতম কারণ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘অনেকে দুইদিনের ছুটিতে গ্রামের বাড়িতে চলে গেছেন, পরিবহন সঙ্কটও কিছুটা দায়ী। তবুও ভালো নির্বাচন হয়েছে। বর্তমানের ভুলগুলোর পুনরাবৃত্তি ভবিষ্যতে এড়ানো যাবে।’
ভোটারদের অনীহা কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘ভোট কম পড়ার ক্ষেত্রে আগে ভাগে শঙ্কা তৈরি করা হয়েছে। অপপ্রচার আগে থেকে করা হয়েছে, ইভিএম নিয়ে, সরকারি দল নিয়ে, নির্বাচন নিয়ে, বাইরে থেকে লোক এনেছে ইত্যাদি বিষয়। ইভিএমে ভোট দেয়া যাবে না এমন সব প্রচারণাও বড় কারণ। ফলে কিছু মানুষের আগ্রহ কমতেই পারে।’
তিনি বলেন, ভবিষ্যতে এই ভুলত্রুটি থেকে শিক্ষা নিয়ে রাজনৈতিক দলগুলো জনমত তৈরি করতে ভূমিকা রাখবে। ভোটে অনীহা গণতন্ত্রের জন্য শুভ নয় বলেও মন্তব্য করেন কাদের।
নির্বাচনে বিএনপি ভাল করেছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমার মনে হয় বিএনপি ভালো করেছে। বিএনপির পারফরমেন্স বিবেচনা করলে এই ভোটেও তাদের ভোটের সংখ্যা কম নয়। বিরোধী দল হিসেবে তারা ব্যর্থ হয়েছে তা নয়। তবে এটি গণতন্ত্রের জন্য ভালো।’

অনলাইন ডেস্ক