কূটনীতিকদের পদক দেবে পররাষ্ট্র মন্ত্রণালয়
কূটনীতিকদের জাতির পিতা বঙ্গবন্ধুর নামে পদক দিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। কূটনৈতিক ক্ষেত্রে অবদানের জন্য কূটনীতিকদের এই পদক দেওয়া হবে।
প্রথমবারের এই পদক পেতে যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম ইউনিটের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) খুরশীদ আলম এবং বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের সাবেক রাষ্ট্রদূত সায়েদ মোহাম্মদ আল মুহারি।
এ বছর বিজয় দিবসে এই পদক ঘোষণা করা হবে। জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে তা হস্তান্তর করা হবে।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকের পর বিষয়টি জানান কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান।
দুই ভরি সোনার একটি পদক এবং একটি সাইটেশন তাদের দেয়া হবে বলেও জানান তিনি।
ফারুক খানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, মো. আব্দুল মজিদ খান, নাহিম রাজ্জাক এবং কাজী নাবিল আহমেদ অংশ নেন

অনলাইন ডেস্ক