বঙ্গবন্ধুর মান রক্ষার শপথ কর্মকর্তা ও ব্যবসায়ীদের
কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদ জানিয়েছেন সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ীরা। গতকাল শনিবার রাজধানীসহ সারাদেশে মানববন্ধন ও সমাবেশ করেন তারা।
‘জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান’ স্লোগান নিয়ে সমাবেশ করেন সরকারি কর্মকর্তারা। এতে প্রতিজ্ঞা করে বিসিএস কর্মকর্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি কোনো রকমের অবমাননা ও অসম্মান হতে দেওয়া হবে না। বিসিএস অল ক্যাডার অ্যাসোসিয়েশনের আয়োজনে কেন্দ্রীয়ভাবে রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সমাবেশ হয়। এ ছাড়া বিভাগীয় শহর, জেলা ও উপজেলাতেও একই কর্মসূচি পালিত হয়। উপস্থিত ছিলেন নন-ক্যাডার কর্মকর্তারাও।
ঢাকার সমাবেশে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস। তিনি বলেন, আমরা আমাদের জীবদ্দশায় জাতির পিতার প্রতি কোনো রকমের অন্যায় ও অসম্মান হতে দেব না, এটাই হলো আজকের অঙ্গীকার। আমরা জনগণের সেবক। সংবিধানে জাতির পিতা রয়েছেন। আমাদের দায়িত্ব সংবিধান সমুন্নত রাখা। আমরা যদি থাকি, তা হলে জাতির পিতার অবমূল্যায়ন হওয়ার সুযোগ নেই। আমরা সারা জাতির কাছে প্রতিজ্ঞাবদ্ধ হতে এসেছি, এ রকম কোনো ঘটনা হতে দেব না। জয় বাংলা স্লোগান দেওয়ার আহ্বান জানিয়ে মুখ্য সচিব বলেন, জয় বাংলা শব্দটি মুক্তিযুদ্ধের। এখন থেকে শব্দটি ব্যবহারের জন্য প্রয়োজনে সরকারের কাছে অনুমতি চাওয়া হবে।
সমাবেশে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাংবিধানিকভাবে জাতির পিতা। বঙ্গবন্ধু ও স্বাধীনতা ওতপ্রোতভাবে জড়িত। স্বাধীনতাবিরোধী চক্র এখনো এই মহান নেতাকে অস্বীকার করে যাচ্ছে। তারা হুঙ্কার দিয়ে যাচ্ছে যে, বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ করা যাবে না। কিন্তু বঙ্গবন্ধুর ওপর কোনো রকমের আঘাত, কোনো অপমান মেনে নেওয়া হবে না, সহ্য করা হবে না।
পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ বলেন, বঙ্গবন্ধু সংবিধানের অংশ। বঙ্গবন্ধু দেশ ও পতাকা দিয়েছেন, মানচিত্র দিয়েছেন। তার ওপর হামলা হলো সংবিধান ও রাষ্ট্রের ওপর হামলা, জনগণের ওপর হামলা। রাষ্ট্র অবশ্যই তার আইনবিধির মাধ্যমে এটি কঠোর হস্তে মোকাবিলা করবে।
সমাবেশে সব ক্যাডারের প্রতিনিধিরা বক্তব্য দেন। বিসিএস উইমেন নেটওয়ার্কের সভাপতি ও খাদ্য সচিব নাজমানারা খানুম, শিক্ষা ক্যাডারের পক্ষে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ গোলাম ফারুক, জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব বিকাশ কুমার সাহা, স্বাস্থ্য ক্যাডারের আ ম সেলিম রেজা, পররাষ্ট্র ক্যাডারের সৈয়দ মাসুদ মাহমুদ খন্দকার, আনসার ক্যাডারের শামসুল আলম প্রমুখ সমাবেশে বক্তব্য রাখেন।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) মতিঝিলে মানববন্ধন করে। সংগঠনের সভাপতি শেখ ফজলে ফাহিম এতে বলেন, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, বঙ্গবন্ধু মানে স্বাধীনতা। স্বাধীনতার ৫০ বছর পূর্তির আগ মুহূর্তে জাতির পিতার অপমান ব্যবসায়ীমহল মানবে না। আলেম সমাজের আড়ালে স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করা হবেÑ এটা সহ্য করা হবে না। মানববন্ধনে আরও ছিলেন বিজিএমইএ, বিকেএমইএ, এমসিসিআই, ডিসিসিআই, বিজিএপিএমইএ, রিহ্যাব, ডাইড ইয়ার্ন এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনসহ সব ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি এবং শীর্ষ ব্যবসায়ীরা।
সরকারি কর্মচারীদের অভিনন্দন রবের
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে প্রজাতন্ত্রের কর্মচারীদের রাজপথে অবস্থান ও সাংবিধানিক দায়িত্ব-কর্তব্য পালনের অঙ্গীকারকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন তালুকদার। গতকাল সন্ধ্যায় এক বিবৃতিতে তারা এ অভিনন্দন জানান।
বিবৃতিতে নেতাদ্বয় বলেন, প্রজাতন্ত্রের কর্মচারীদের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। প্রকৃতপক্ষে প্রজাতন্ত্রের কর্মচারীরা সংবিধান রক্ষার যে দায়িত্ববোধ থেকে এই কর্মসূচিতে অগ্রসর হয়েছেন, তাকে অভিনন্দন না জানানোর কোনো বিকল্প নেই। সংবিধান রক্ষা করার জন্য প্রজাতন্ত্রের কর্মচারীদের সরাসরি অংশগ্রহণ জাতির জন্য খুবই জরুরি।
তারা আরও বলেন, সংবিধান রক্ষার জন্য প্রজাতন্ত্রের কর্মচারীদের এ সমাবেশ প্রমাণ করে ব্রিটিশ ও পাকিস্তানের ফেলে যাওয়া উপনিবেশিক শাসনব্যবস্থা দিয়ে বাংলাদেশকে আর শাসন করা যাচ্ছে না। কারণ বিদ্যমান শাসনব্যবস্থা স্বাধীন বাংলাদেশের জন্য উপযোগী নয়। এ সমাবেশ প্রমাণ করে, স্বাধীন দেশের উপযোগী শাসনব্যবস্থা তৈরি করা এখন সময়ের দাবি।

অনলাইন ডেস্ক