করোনায় আরও ১৮ মৃত্যু, নতুন শনাক্ত ১১৫৯
করোনায় আক্রান্তের সংখ্যা ও মৃত্যু আবারো বাড়ছে। গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মারা গেছেন আরো ১৮ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৫৪৫ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ১৫৯ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত দাঁড়াল ৫ লাখ ৭৩ হাজার ৯৫ জন।
আজ রবিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরো ১ হাজার ৩৮৫ জন। মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ১১ হাজার ৬৯৫ জন।
গত শনিবার দেশে আরো এক হাজার ১৪ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ ছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান ১২ জন। এর আগে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত হয় নতুন ১ হাজার ৬৬ জনের শরীরে। কভিড-১৯ এ গত দুই মাসের মধ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্তের খবর পাওয়া যায় শুক্রবারে। কিন্তু শুক্রবারের শনাক্তের রেকর্ড ভেঙে গেছে আজ রবিবারের তথ্যে।

অনলাইন ডেস্ক