মাজার জিয়ারতে গিয়ে মৃত্যু ১৭ জনের, মিলেছে পরিচয়
রাজশাহীর কাটাখালি থানার ঘোড়ামারা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় চালক, শিশু ও নারীসহ নিহত ১৭ জনের বাড়িই রংপুরের পীরগঞ্জে। তাদের মধ্যে চার পরিবারেরই রয়েছেন ১৬ জন। পীরগঞ্জ উপজেলার পাঁচ গ্রামের বাসিন্দা এসব নিহতদের পরিবারগুলোতে শোকের মাতম চলছে। লাশের অপেক্ষায় রয়েছেন গ্রামবাসী।
কয়েকটি পরিবারে আহাজারি করার মতো বেঁচে নেই কেউ। আজ শুক্রবার দুপুরে ওই স্থানে পীরগঞ্জ থেকে রাজশাহীতে ভ্রমণসহ শাহ মকদুমের মাজার জিয়ারতের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া মাইক্রোবাসটিকে সামনে থেকে হানিফ পরিবহনের একটি বাস ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলে ১১ জনসহ ১৭ জন নিহত হন। মাইক্রোতে চালকসহ মোট ১৮ জন থাকলেও আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন চালক পীরগঞ্জ পৌরসভার পঁচাকান্দর গ্রামের হানিফ মিয়া ওরফে পঁচা (৩০)।
নিহতদের পরিবারিক সুত্রে জানা যায়, আজ শুক্রবার সকালে একটি মাইক্রোবাস নিয়ে চালকসহ কয়েকটি পরিবারের ১৮ জন মিলে রাজশাহীতে ভ্রমণ ও মাজার জিয়ারতের উদেশ্যে রাজশাহী রওনা দেয়। মাইক্রোবাসটি জুমার নামাজের পর রাজশাহীর কাটাখালি থানার সামনে সড়কের ডান পাশ দিয়ে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা হানিফ পরিবহনের একটি বাস সামনে থেকে ধাক্কা দেয়। এ সময় মাইক্রোটিকে ছেঁচড়ে নিয়ে গেলে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন ধরে যায়। এতে মোট ১৭ জন যাত্রী মারা যায়।
নিহতরা হলেন- পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের মহজিদপুর গ্রামের ফুল মিয়ার পরিবারের পাঁচজন ফুল মিয়া (৪০), তার স্ত্রী নাজমা বেগম (৩৫), ছেলে ফয়সাল মিয়া (১৫), মেয়ে সুমাইয়া (৭) ও ছোট মেয়ে সাজিদা (৩), রায়পুর ইউনিয়নের দ্বাড়িকাপাড়া গ্রামের মোকলেছার রহমানের পরিবারের তিনজন মোকলেছার রহমান (৪০), স্ত্রী পারভীন বেগম (৩৫) ও ছেলে পাভেল মিয়া (১৮), চৈত্রকোল ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের সালাউদ্দিনের পরিবারের পাঁচজন ব্যবসায়ী সালাউদ্দিন (৩৯), তার স্ত্রী শামছুন্নাহার (৩২), শ্যালিকা কামরুন্নাহার বেগম (২৫), ছেলে সাজিদ (১০) ও মেয়ে সাবাহ খাতুন (৩), পীরগঞ্জ পৌরসভার প্রজাপাড়ার মোটরসাইকেল মেকার তাজুল ইসলাম ভুট্টোর পরিবারের তিনজন ভুট্টু (৪০), স্ত্রী মুক্তা বেগম (৩৫) ও ছেলে ইয়ামিন (১৪) এবং রামনাথপুর ইউনিয়নের দুরামিঠিপুর গ্রামের সাইদুর রহমান (৪৫)।
সড়ক দুর্ঘটনার খবর মুহুর্তেই এলাকায় পৌঁছলে বিকেল থেকেই পাঁচ গ্রামের ওই পরিবারগুলোতে শোকের মাতম চলছে। লাশের অপেক্ষায় রয়েছেন গ্রামবাসীসহ নিহতদের আত্মীয়-স্বজন।
রামনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান সাদেকুল ইসলাম বিএসসি বলেন, আমার ইউনিয়নের ফুল মিয়ার পরিবারের পাঁচ সদস্যই নিহত হয়েছেন। একই পরিবারের এতগুলো মানুষ প্রাণ হারালেন। শান্তনা দেওয়ার ভাষাও খুঁজে পাচ্ছি না।
পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র সন্ধ্যায় জানান, দুর্ঘটনায় নিহতদের লাশ আনার সর্বাত্মক চেষ্টা চলছে।

অনলাইন ডেস্ক