করোনায় বয়স্ক রোগীদের মৃত্যু বেশি: স্বাস্থ্য অধিদপ্তর
সারাদেশে করোনা ভাইরাসে যে মৃত্যুহার পাওয়া গেছে তাতে বয়স্ক আর ডায়বেটিস বা অন্য রোগে ভুগছেন তাদের মৃত্যুহার বেশি।
বুধবার (২১ এপ্রিল) কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজিত ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র ডা. মোহাম্মদ রোবেদ আমিন বলেন, করোনার দ্বিতীয় ঢেউ পার করছে দেশ। সংক্রমণ ও মৃত্যু মাঝখানে বাড়লেও এখন কমের দিকে। করোনার নতুন ধরন ও মিউটেশনের কারণে এই ভাইরাস ছড়াচ্ছে।
তিনি আরো বলেন, ইতিমধ্যে করোনা রোগীদের জন্য ডিএনসিসির নতুন হাসপাতাল উদ্বোধন করা হয়েছে। এই হাসপাতালে ১৩৮ জন চিকিৎসক প্রদান করা হয়েছে।
মুখপাত্র বলেন, সারাদেশে সরকারি হাসপাতালে ১২ হাজার ১৩৯ টি বেড আছে এর মধ্যে ৫ হাজার ৪৫৯ টি বেডে রোগী ভর্তি আছে বাকি অনেক গুলো বেডই খালি আছে। আমাদের জানতে হবে শুধু কোন হাসপাতালে কোন বেড খালি আছে। করোনা আক্রান্ত রোগীদের জন্য সবচেয়ে জরুরি প্রয়োজন হলো অক্সিজেন সিলিন্ডার। সারাদেশে ২০/২৫ হাজার অক্সিজেন সিলিন্ডার ছড়িয়ে আছে। সারাদেশে এখন পর্যন্ত সর্বমোট ৭১ লক্ষ করোনা টেস্ট করা হয়েছে তার মধ্যে ৫৭ লক্ষ জনকে টিকা দেওয়া হয়েছে।

অনলাইন ডেস্ক