মঙ্গলবার ঢাকায় আসছেন মার্কিন প্রতিনিধি জেয়া-লু

চারদিনের সফরে মঙ্গলবার (১১ জুলাই) ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া ও যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।
তারা মূলত রোহিঙ্গা শরণার্থী সংকট, মানবাধিকার, অবাধ-সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করবে। ঢাকা সফরের আগে বর্তমানে ভারত সফরে আছে মার্কিন প্রতিনিধি দলটি।
আন্ডার সেক্রেটারি উজরা জেয়া গণতন্ত্র শক্তিশালীকরণ, সর্বজনীন মানবাধিকারের অগ্রগতি, উদ্বাস্তু ও মানবিক সহায়তাকে সমর্থন, আইনের শাসন ও মাদকবিরোধী সহযোগিতা, দুর্নীতি ও অসহিষ্ণুতার বিরুদ্ধে লড়াই, সশস্ত্র সংঘাত প্রতিরোধ এবং মানবপাচার দূর করার জন্য বিশ্বব্যাপী কূটনৈতিক প্রচেষ্টার নেতৃত্ব দেন।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক রাজনৈতিক ও অন্যান্য বিষয়ের প্রধান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হলেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। এ অঞ্চলের দেশগুলোর বিভিন্ন রাজনৈতিক ঘটনাপ্রবাহের সঙ্গে তার নাম জড়িয়ে রয়েছে। ডোনাল্ড লু চলতি বছরের জানুয়ারিতে সর্বশেষ ঢাকায় এসেছিলেন। ওই সফরে সম্পর্কোন্নয়নের ঘোষণা দিয়ে ঢাকা ছেড়েছিলেন তিনি। পরে মে মাসে যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতির পর এ নীতির সরাসরি ব্যাখ্যা-বিশ্লেষণ করে ডোনাল্ড লু বলেন, আমরা বিশ্বাস করি বাংলাদেশ একটি সত্যিকারের গণতান্ত্রিক দেশ, যেটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি রাখে।
ভারত ও বাংলাদেশ সফরের আগে প্রস্তুতি হিসেবে ওয়াশিংটনে বেশ তৎপর ছিলেন উজরা জেয়া। বৈঠক করেন ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান ও ভারতীয় রাষ্ট্রদূত তারাজিৎ সিং সান্ধুর সঙ্গে। সফর শুরুর আগে সেই প্রস্তুতি সভা শেষে এক টুইটে উজরা জেয়া বলেন, প্রধানমন্ত্রী (ভারত) নরেন্দ্র মোদির সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফরের পর পরই ওয়াশিংটনে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক হলো। ইন্দো-প্যাসিফিক অঞ্চলকে আরো উন্মুক্ত, মুক্ত, সমৃদ্ধ ও নিরাপদ করতে আমাদের যৌথ প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছি।