রামপুরায় সড়ক দুর্ঘটনায় কলেজশিক্ষার্থী নিহত

রাজধানীর রামপুরায় মালবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পুলক গোমেজ (২১) নামের এক কলেজশিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রোববার (২৩ জুলাই) ভোরে হাতিরঝিল থানা এলাকার রামপুরা ডিআইটি রোডের মুখে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পুলক গোমেজ রাজধানীর মার্টিন লুথার কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তার আহত বন্ধুর নাম জাহেদ হাসান (২১)। তিনি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, রামপুরা ডিআইটি রোডের মুখে দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটিতে থাকা দুজন ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন। আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে একজনকে মৃত ঘোষণা করা হয়।
পারিবারিক সূত্র জানা যায়, পুলকের গ্রামের বাড়ি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী গ্রামে। তার বাবার নাম বিপিন গোমেজ। তিনি প্রবাসী। রাজধানীর নদ্দা সরকার বাড়ি এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন পুলক। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে পুলকের ছিলেন ছোট।