ইভিএমে একজনের ভোট আরেকজন দেওয়ার সুযোগ নেই: ইসি আনিছুর

ইভিএমে একজনের ভোট আরেকজন দেওয়ার কোন সুযোগ নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান।
রোববার (২৩ জুলাই) বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ইভিএমে একজনের ভোট আরেকজনে দেওয়ার কোন সুযোগ নেই। আগে ভোট ডাকাত নামে একটা শব্দ প্রচলিত ছিল। কিন্তু এখন সেটি নেই। ভোটার ছাড়া ভোট কেন্দ্রে কেউ প্রবেশ করার সুযোগ নেই।
নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরেপক্ষ নির্বাচনই আমাদের প্রধান লক্ষ্য। চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনের পরিবেশ পরিস্থিতি এখন পর্যন্ত খুবই ভালো। সবাই সবার মতো করে সুন্দর পরিবেশে প্রচারণা চালাচ্ছেন।
তিনি বলেন, চট্টগ্রাম ১০ আসনের উপনির্বাচনে সবকটি কেন্দ্রে আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। জাতীয় নির্বাচনের প্রাক্কালে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় তাই হয়তো ভোটার উপস্থিতি কম। এক্ষেত্রে যারা প্রার্থীদের ভূমিকা মূখ্য।
হিরো আলমের উপর হামলার প্রসঙ্গে তিনি বলেন, ঢাকার ১৭ আসনের উপনির্বাচনে যে ঘটনা ঘটেছে সেটি অনাকাঙ্ক্ষিত। এ ঘটনায় যারা জড়িত তাদের কাউকে ছাড় নয়। তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।
নতুন দুটি রাজনৈতিক দল নিবন্ধনের বিষয়ে আনিছুর রহমান বলেন, মাঠ পর্যায়ে যাচাই-বাছাই করে দুইটি দলকে নিবন্ধনের সুপারিশ করা হয়। এটাই আমরা বলছি। ২৬ তারিখের মধ্যে যদি কোন আপত্তি থাকে। তাহলে আমরা বিষয়টি আমরা দেখবো। অভিযোগ থাকলে সেটি নিষ্পতি করেই দেওয়া হবে।
সম্প্রতি আওয়ামী লীগ-বিএনপি হামলা ও মামলার বিষয়ে তিনি বলেন, কোন ঘটনাকে ছোট করে দেখার সুযোগ নেই। সেজন্য আমরা নির্বাচনে সাদা পোশাকদারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বাড়াবো। কিছুদিন আগে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেটি সাদা পোশাকদারি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তদন্ত করছেন। চট্টগ্রাম উপনির্বাচনে এখনো আমরা কারো থেকে কোন অভিযোগ পায়নি।