বিএনপির কার্যালয়ের সামনে পুলিশের ব্যাপক উপস্থিতি

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপির ডাকা আজকের মহাসমাবেশ একদিন পিছিয়ে শুক্রবার (২৮ জুলাই) দেওয়া হয়েছে। একে কেন্দ্র করে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে নেতাকর্মীদের আনাগোনা বেড়েছে।তাই সকাল থেকে নয়াপল্টনে পুলিশের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
সরেজমিনে দেখা যায়, নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের রাস্তায় জলকামান ও রায়ট কার দাঁড় করিয়ে রেখেছে পুলিশ। কার্যালয়ের তিন পাশে শতাধিক পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এ বিষয়ে দায়িত্বরত পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) টিটো বলেন, সমাবেশকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ও আইনশৃঙ্খলার অবনতি যাতে না ঘটে সেজন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। এদিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির বেশ কিছু নেতাকর্মীকে দেখা গেছে। তারা দলীয় কার্যালয়ের সামনে অবস্থান করছেন।
এদিকে, নয়াপল্টন কিংবা সোহরাওয়ার্দী উদ্যানে বৃহস্পতিবার (২৭ জুলাই) মহাসমাবেশ করার অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) চিঠি দিয়েছিল বিএনপি। বুধবার (২৬ জুলাই) পুলিশ বিএনপিকে গোলাপবাগ মাঠে সমাবেশ করার পরামর্শ দেয়। পরে জনভোগান্তি এড়াতে ঢাকায় বিএনপির মহাসমাবেশ একদিন পিছিয়ে শুক্রবার (২৮ জুলাই) দেওয়া হয়েছে।
এদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম তিন সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগও তাদের সমাবেশ শুক্রবার দিয়েছে।