রাজশাহী বোর্ডে পাসের হার বাড়লেও কমেছে জিপিএ-৫

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় রাজশাহী শিক্ষাবোর্ডে পাসের হার বাড়লেও ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর হার কমেছে। গত বছর জিপিএ -৫ প্রাপ্তদের সংখ্যা ছিলো ৪২ হাজার ৫১৭ জন। এবার জিপিএ -৫ প্রাপ্তদের সংখ্যা ২৬ হাজার ৮৭৭ জন। গতবারের চেয়ে পাসের হার বাড়লেও জিপিএ-৫ প্রাপ্তি অনেক কম।
শুক্রবার (২৮ জুলাই) রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম এ তথ্য জানান।
তিনি জানান, মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় এবার ৮৭ দশমিক ৮৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, গতবার পাসের হার ছিল ৮৫ দশমিক ৮৮ শতাংশ। এবছর ২ লাখ ৬ হাজার ৩৩০ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১ লাখ ৭৮ হাজার ৯৫৮ জন। গতবারের মত এবারও পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে ছাত্রদের চেয়ে ছাত্রীর এগিয়ে রয়েছে। ছাত্রদের পাশের হার ৮৫.৮৫ শতাংশ যেখানে ছাত্রীদের পাসের হার ৯০ দশমিক ০৮ শতাংশ। ছাত্রী যেখানে জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ৭১৩ জন সেখানে ছাত্রদের সংখ্যা ১২ হাজার ১৬৪ জন।
এবছর পরীক্ষায় অংশ নিয়েছিলো ২ লাখ ৫ হাজার ৮০২ জন পরীক্ষার্থী। গত বছর পরীক্ষার্থীর সংখ্যা পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৯৬ হাজার ৬০০ জন। অর্থাৎ এই বছর রাজশাহী শিক্ষা বোর্ডে ৯ হাজার ২০২ জন পরীক্ষার্থী বেড়েছে।
এবছর অংশ নেওয়া মোট এসএসসি পরীক্ষার্থীর মধ্যে এক লাখ ৬২ হাজার ২২৩ জন ছাত্র এবং ৯৯ হাজার ৫৭৯ জন ছাত্রী রয়েছে। এ বছর বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন নিচ্ছেন ৯১ হাজার ৫৫৭ জন। মানবিক বিভাগ থেকে এক লাখ ৭ হাজার ৮৩৫ জন এবং বাণিজ্য বিভাগ থেকে ৬ হাজার ৪১০ জন পরীক্ষায় অংশ নিচ্ছেন।
রাজশাহী বিভাগের আট জেলা থেকে মোট ২ হাজার ৬৭৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা অংশ নেন। আর বোর্ডের অধীন সর্বমোট ২৬৫টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে রাজশাহী জেলার ৫৩টি কেন্দ্রে ৫০৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩২ হাজার ২৬৬ জন শিক্ষার্থী অংশ নেন।