ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৮৫.৪৯ শতাংশ

ময়মনসিংহ শিক্ষা বোর্ড থেকে ২০২৩ সালের এসএসসির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৫ হাজার ৪৭ জন শিক্ষার্থী। পাসের হার ৮৫ দশমিক ৪৯ শতাংশ।
ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এবার মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ২৫ হাজার ৩৮ জন। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১৩ হাজার ১৭৭ জন। তাদের মধ্যে ছাত্রীদের সংখ্যা ৭ হাজার ১৫৩ জন। আর জিপিএ ৫ পাওয়া ছাত্রের সংখ্যা ৬ হাজার ২৪ জন।
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে ১ হাজার ৩০৬টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। এ বোর্ডে বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৫ দশমিক ৩৩ শতাংশ, মানবিক বিভাগে পাসের হার ৮৩ দশমিক ৮ শতাংশ ও ব্যবসায় শিক্ষায় ৮৮ দশমিক ৮৮ শতাংশ। এ বোর্ডের অধীনে জেলা ভিত্তিক পাসের হার ময়মনসিংহে ৮৫ দশমিক ৬০ শতাংশ, নেত্রকোনায় ৮৩ দশমিক ৮ শতাংশ, জামালপুরে ৮৬ দশমিক ৮৯ শতাংশ ও শেরপুরে ৮৬ দশমিক ৩৩ শতাংশ। জেলায় ৫৫টি প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে।
এসব তথ্য নিশ্চিত করে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. গাজী হাসান কামাল জানান, শুক্রবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এসএসসি ফলাফল তুলে দেওয়ার পর তা প্রকাশ করা হয়েছে। প্রত্যেক পরীক্ষার্থীকে এসএমএস এর মাধ্যমে ফলাফল পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া বোর্ডের ওয়েবসাইড থেকেও ফলাফল পাওয়া যাবে।
তিনি আরও বলেন ফলাফল প্রকাশের পরের দিন থেকে সাত দিনের মধ্যে অর্থাৎ ২৯ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত মোবাইলে ফোন টেলিটক সিম থেকে এসএমএস মাধ্যমে উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে। নির্ধারিত সময়ের পর কোন অবস্থাতে পুনঃনিরীক্ষার আবেদন বোর্ড কর্তৃপক্ষ গ্রহণ করবে না।