মাতুয়াইলে পুলিশ-বিএনপি সংঘর্ষ, বাসে আগুন

সরকারের পতনের একদফা দাবিতে রাজধানীর প্রবেশমুখে বিএনপির অবস্থান কর্মসূচি পালনকালে রায়েরবাগের মাতুয়াইল এলাকায় একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। কে বা কারা আগুন দিয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি।
শনিবার দুপুর ১২টার দিকে মাতুয়াইলের মা ও শিশু হাসপাতালের কাছে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার লিমা খানম বলেন, মাতুয়াইল এলাকায় একটি বাসে আগুন দেওয়ার খবর শুনেছি। ঘটনাস্থলে আমাদের গাড়ি গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির নেতাকর্মীরা মাতুয়াইল এলাকায় সড়ক অবরোধ করে অবস্থান নিতে গেলে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময়ে তারা একটি যাত্রীবাহী বাসে আগুন দেন।
এদিকে বিএনপির কর্মসূচি ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওই এলাকায় ব্যাপক পুলিশ সদস্য অবস্থান নিয়েছেন। সড়কের একপাশে পুলিশের এপিসি গাড়ি, জলকামান ও প্রিজনভ্যান রাখা হয়েছে।
বিএনপির কর্মসূচি ঘিরে পূর্ব ঘোষণা অনুযায়ী 'সতর্ক পাহারায়' মাঠে রয়েছেন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।