এলপিজির নতুন দাম ঘোষণা বিকেলে

চলতি আগস্ট মাসের জন্য ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণ করা হবে বুধবার (২ আগস্ট)। এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
কারওয়ান বাজারে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) শুনানি কক্ষে বিকেল সাড়ে ৩টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে নতুন দাম ঘোষণা করবে কমিশন।
গত জুলাই মাসে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ৭৪ টাকা থেকে কমিয়ে ৯৯৯ টাকা নির্ধারণ করা হয়। সে সময় দাম কমানো হয় ৭৫ টাকা। তার আগে জুন মাসেও ১২ কেজি সিলিন্ডারের দাম কমেছিল ১৫৯ টাকা।