২০২৪ সালে এসএসসি ফেব্রুয়ারিতে, এইচএসসি এপ্রিলে

২০২৪ সালে এসএসসি ও সমমানের পরীক্ষা ফেব্রুয়ারিতে এবং এইচএসসি এপ্রিলে অনুষ্ঠিত হবে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর তেজগাঁও কলেজে এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
সকাল ১০টায় চট্টগ্রাম এবং মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড বাদে আটটি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে।
শিক্ষামন্ত্রী বলেন, তিন বোর্ডের পরীক্ষা দশ দিন পর শুরু হলেও ফল প্রকাশ একসঙ্গে হবে। মন্ত্রী বলেন, দেশে ডেঙ্গু মহামারি বাড়লেও ডেঙ্গু আক্রান্ত পরীক্ষার্থীদের জন্য পরীক্ষা কেন্দ্রে বিশেষ ব্যবস্থা রয়েছে। সব পরীক্ষা কেন্দ্রেই ডেঙ্গু আক্রান্ত পরীক্ষার্থীর জন্য চিকিৎসাসহ বিশেষ ব্যবস্থা রয়েছে।
৬০ দিনের মধ্যে এইচএসসির ফল দেওয়ার চেষ্টা করা হবে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, আগামী বছর এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে ও এইচএসসি পরীক্ষা এপ্রিলে নেওয়ার চেষ্টা থাকবে।
এবার পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি অনুযায়ী একটি বাদে সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষা হবে। শুধু তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) পরীক্ষা শেষ সময়ে এসে ১০০ নম্বরের পরিবর্তে ৭৫ নম্বরে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
এবার ১১টি শিক্ষাবোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন পরীক্ষার্থীর। তবে ৮টি বোর্ডে ১০ লাখ ৭ হাজার ২৪১ জন অংশ নেবেন প্রথমদিনের পরীক্ষায়।