নির্বাচনকে সামনে রেখে অস্ত্র মজুত করছে বিএনপি: ডিএমপি

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির কেন্দ্রীয় নেতাদের নির্দেশে নেতাকর্মীরা অবৈধ অস্ত্রের মজুত করছে বলে মন্তব্য করেছেন যুগ্ম পুলিশ কমিশনার (ডিএমপি) খন্দকার নুরুন্নবী।
রোববার (২০ আগস্ট) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিং এ নাশতার পরিকল্পনা ও প্রস্তুতির অভিযোগে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ছাত্রদলের ৬ নেতাকে গ্রেফতার বিষয়ে ব্রিফিং এ তিনি এ কথা বলেন।
গ্রেফতার নেতাদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম (৩১), সাবেক সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ বিল্লাহ (৩০), সহ-সভাপতি হাসানুর রহমান (৩২), শাহাদাত হোসেন (৩১), জহির উদ্দিন বাবর (৩২) ও মো: আব্দুল্লাহ আর রিয়াদ।
তিনি জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ছাত্রদল নেতারা জানায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) হাই কমান্ডের নির্দেশে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখাসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীদের রাজপথে বিএনপির শক্তি বৃদ্ধির লক্ষ্যে এই অবৈধ অস্ত্রের মাধ্যমে জনমনে ভীতি ও আতঙ্ক সৃষ্টি করতে ও সরকারকে অস্থিতিশীল করার পরিকল্পনা ছিলো তাদের।