বিএনপি হত্যার রাজনীতি করে: তথ্যমন্ত্রী

বিএনপি হত্যার রাজনীতি করে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
রোববার (২০ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে "গণতন্ত্র যোদ্ধা ২১ আগস্ট" বাংলাদেশ এর উদ্যোগে আয়োজিত ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলাকারী ও হামলা পরিকল্পনাকারীদের দ্রুত বিচারের রায় কার্যকর করার দাবিতে আলোচনা সভায় তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, ১৫ আগস্ট মোশতাক ও জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যা করেছে এবং ২০০৪ সালের ২১ আগস্ট তারেক রহমান ও খালেদা জিয়া শেখ হাসিনাকে গ্রেনেড হামলা করে মেরে ফেলার চেষ্টা করেছে। বিএনপি হত্যার রাজনীতি করে। হত্যার রাজনীতির মাধ্যমে বিএনপির উত্থান হয়েছে। হত্যার রাজনীতির মাধ্যমেই তাদের পথচলা। ষড়যন্ত্র ও হত্যার রাজনীতিতে তারা বিশ্বাসী। মূলত এইদেশে তাদের রাজনীতি করার অধিকারই থাকা উচিত নয়।
তিনি আরো বলেন, বিএনপি বিদেশিদের হাতে পায়ে ধরে কোনো লাভ হয় নি। বিদেশিরাও জানিয়ে দিয়েছে যে তাদের তত্ত্বাবধায়ক সরকারের দাবি শতভাগ সমর্থন পায়নি। বিএনপি এখন বুঝতে পেরেছে এত শত শত ডলার খরচ করে বিদেশিদের পিছনে ঘুরে কোনো লাভ হয় নি। তারা এখন বলে ভারত, চীন, যুক্তরাষ্ট্র কি বললো আসে যায় না। তাদের এখন মুখ শুকিয়ে গেছে।
তিনি আরো বলেন, বিএনপি রাতবিরাতে মহিলা নেত্রীদেরকে নিয়ে বিদেশিদের কাছে যায়।বিদেশিদের কাছে গিয়ে কোন লাভ নেই। জনগণ এই দেশের মালিক। জনগণ যাকে চাইবে সে প্রধানমন্ত্রী হবে। যুক্তরাষ্ট্রের এক বিবৃতিতে বলা হয়েছে শেখ হাসিনাকে এদেশের ৭০% মানুষ চায়।
এতে আরো উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা.শারফুদ্দিন আহমেদ, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বাবু সুজিত রায় নন্দী, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।