কক্সবাজারে সাবেক ছাত্রলীগ নেতার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে সাবেক ছাত্রলীগ নেতার হাত-পা বাঁধা অবস্থায় ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২১ আগস্ট) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে কক্সবাজারের হলিডে মোড়ের সানমুন নামক হোটেল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ছাত্রলীগ নেতার নাম সাইফ উদ্দিন বলে জানা গেছে। তিনি কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সদস্য এবং কক্সবাজার পৌর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ছিলেন।
তৃণমূলের নেতাকর্মীদের দাবি এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তাই খুব দ্রুত খুনিদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।