আগস্টে আরও ভয়ংকর ডেঙ্গু, ২৫ দিনে ২৭৭ জনের মৃত্যু

অতীতের যেকোনো সময়ের চেয়ে দেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়ংকর রূপ ধারণ করেছে। চলতি আগস্টে ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্তে সব রেকর্ড ভেঙে দিয়েছে। এমন ভয়াবহ পরিস্থিতিতে অনেকের মনে প্রশ্ন জেগেছে: হঠাৎ কেন ডেঙ্গু এত ভয়ংকর রূপ নিয়েছে?
স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, আগস্টের ২৫ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৭৭ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫২৮ জনে। ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৫৮ হাজার ৩৯২ জন। ডেঙ্গুর চিকিৎসায় জড়িত চিকিৎসকরা বলছেন, আগস্টের এখনো ৫ দিন বাকি রয়েছে। এই পাঁচ দিনে দৈনিক দুই হাজার করে ডেঙ্গু আক্রান্ত হলে আরও কমপক্ষে ১০ হাজার মানুষ ডেঙ্গু আক্রান্ত হতে পারেন। ফলে মাস শেষে মোট ডেঙ্গু আক্রান্ত ৭০ হাজার ছাড়িয়ে যেতে পারে। চলতি বছর জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত সারা দেশে এ পর্যন্ত ১ লাখ ১০ হাজার ২২৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানীতে ৫২ হাজার ৬৫৬ জন এবং ঢাকার বাইরে ৫৭ হাজার ৫৬৮ জন।
চিকিৎসকরা বলছেন, হাসপাতালে ভর্তি ডেঙ্গু আক্রান্ত রোগী এবং মৃত্যুর এই সংখ্যা অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য থেকে জানা যায়, জুন মাসে যেখানে পাঁচ হাজার ৯৫৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, জুলাই মাসে তা বেড়ে দাঁড়ায় ৪৩ হাজার ৮৫৪ জনে। আর আগস্টের ২৫ দিন ৫৮ হাজার ৩৯২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
তবে জানুয়ারি থেকে জুন পর্যন্ত ডেঙ্গু রোগী তুলনামূলক কম ছিল। জানুয়ারিতে ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন, মে মাসে এক হাজার ৩৬ জন, জুনে ৫ হাজার ৯৫৬ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। জুনে সারা দেশে ৩৪ জনের মৃত্যু হয়েছিল। জুলাইয়ে ২০৪ জনের মৃত্যু হয়। সর্বশেষ আগস্টের ২৬ দিনে মৃত্যু হয়েছে ২৭৭ জনের। মৃত্যুর দিক থেকে জানুয়ারিতে ৬ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ২ জন, মে মাসে ২ জন এবং জুনে ৩৪ জনের মৃত্যু হয়েছিল ডেঙ্গু আক্রান্ত হয়ে।
চলতি বছর যে ডেঙ্গুর প্রকোপ বাড়বে তা গত মার্চ মাস থেকেই স্বাস্থ্য অধিদফতর স্থানীয় সরকার মন্ত্রণালয়কে সাবধান করে দিয়েছিল জরিপ করে। কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয় স্বাস্থ্য অধিদফতরের সাবধানতাকে তেমন পাত্তা দেয়নি। চিকিৎসকরা জানিয়েছেন, ডেঙ্গুর কারণে হাসপাতালে সাধারণ রোগী সেবা ব্যাহত হচ্ছে।
বছরের পর বছর ধরে বাংলাদেশে ডেঙ্গুর সংক্রমণ এবং এই রোগের ভাইরাস আরও শক্তিশালী হয়ে ওঠার পরও সেদিকে নজর না দেয়ায় চলতি বছর ডেঙ্গু মারাত্মক হয়ে উঠেছে বলে জনস্বাস্থ্যবিদরা মনে করছেন।
তারা বলছেন, এক সময় বাংলাদেশে ডেঙ্গু মৌসুমি রোগ বলে মনে করা হলেও কয়েক বছর ধরে বছরজুড়েই এর প্রকোপ দেখা যাচ্ছে। এর ফলে এই রোগের চার ধরনের ভাইরাস আরও শক্তিশালী হয়ে উঠেছে এবং এটি দেশের সব জেলায় ছড়িয়ে পড়েছে।