মোদির আমন্ত্রণে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী

আসন্ন জি-২০ সম্মেলনকে সামনে রেখে জোটের সদস্য না হয়েও ভারত সফরের আমন্ত্রণ পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনকে কেন্দ্র করে আগামীকাল ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সফরে নরেন্দ্র মোদির সথে বৈঠক ছাড়াও দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিবেন শেখ হাসিনা।
আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বের শিল্পোন্নত ও বিকাশমান অর্থনীতির জোট জি-২০ এর শীর্ষ সম্মেলন। আমন্ত্রিত অতিথি হিসেবে ৮ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
জি-২০ সম্মেলনে যোগ দিয়ে ১০ সেপ্টেম্বর দেশে ফিরবেন শেখ হাসিনা। একই দিন সন্ধ্যায় ফ্রান্সের প্রেসিডেন্টে ইমানুয়েল মাকরঁর সাথেও দ্বিপক্ষীয় বৈঠক করবেন বাংলাদেশ সরকারপ্রধান।